যুবশ্রীর পর এবার যুবশ্রী ২ প্রকল্প

1533
0
Yubashree, WB JOBS

যুবশ্রী প্রকল্পের পর এবার “যুবশ্রী ২ অর্পণ” নাম আরেকটি নতুন প্রকল্প নিয়ে আসছে রাজ্য সরকার।

এই প্রকল্প অনুসারে রাজ্য সরকার প্রতি বছর মোট ৫০ হাজার যুবক-যুবতীকে স্ব-নিযুক্তির জন্য মাথা পিছু ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে।

যোগ্যতা:

১) এই প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রার্থীদের অন্তত অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

২) বয়স হতে হবে ১৮ থেকে ৪৫

৩) ওই প্রার্থীর পরিবারের বার্ষিক আয় হতে হবে ৮ লক্ষ টাকার মধ্যে।

৪) আইটিআই বা কারিগরি কোর্স করে থাকলে, এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

প্রকল্প: রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি  উদ্যোগ ও বস্ত্র দপ্তর থেকে প্রতি বছর মোট ৫o হাজার প্রার্থীকে বেছে নেওয়া হবে। উৎপাদনমূলক, পরিষেবামূলক ও নতুন ব্যবসা বা যে-কোন স্ব-নিযুক্তি প্রকল্পের কাজ এই প্রকল্পের অধীনে করা যাবে। মাথা পিছু ১ লক্ষ টাকা করে প্রদান করার ব্যবস্থা করা হবে এই প্রকল্পের মাধ্যমে।

বিস্তারিত জানতে যোগাযোগ: cadir.msse-wb@nic.in

 

Yubashree, WB JOBS