রবীন্দ্রভারতীতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট, ফরাস, সুইপার ১১৬

1072
0
RBU Recruitment 2023

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি নম্বর– Estt.//7129/2020, Date 12/02/2020

শূন্যপদ

(গ্রেড ১ পদ)

১) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ৪৯ (অসংরক্ষিত ২৭, এসসি ১০, এসটি ৩, ওবিসি-এ ৬, ওবিসি-বি ৩)

(গ্রেড ২ পদ)

২) জুনিয়র অ্যাটেনডেন্ট ২৭ (অসংরক্ষিত ১৫, এসসি ৬, এসটি ১, ওবিসি-এ ২, ওবিসি-বি ৩)

৩) জুনিয়র গার্ড ১১ (অসংরক্ষিত ৪, এসসি ২, এসটি ১, ওবিসি-এ ৩, ওবিসি- বি ১)

৪) জুনিয়র সিকিউরিটি নায়েক ৩ (অসংরক্ষিত ২, এসসি ১)

৫) জুনিয়র ফরাস ১০ (অসংরক্ষিত ৬, এসসি ১, এসটি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১)

৬) জুনিয়র সুইপার ১২ (অসংরক্ষিত ৭, এসসি ৩, ওবিসি-এ ১, ওবিসি-বি ১)

৬) প্লাম্বার হেলপার ১ (এসসি)

৭) জুনিয়র ড্রাইভার ১ (অসংরক্ষিত)

৮) লিফটম্যান ১ (অসংরক্ষিত)

৯) জুনিয়র ইলেক্ট্রিশিয়ান ১ (অসংরক্ষিত)

 

শিক্ষাগত যোগ্যতা

১) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: উচ্চমাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ।

২) জুনিয়র অ্যাটেনডেন্ট: অষ্টম শ্রেণি  উত্তীর্ণ।

৩) জুনিয়র গার্ড: অষ্টম শ্রেণি  উত্তীর্ণ।

৪) জুনিয়র সিকিউরিটি নায়েক: অষ্টম শ্রেণি  উত্তীর্ণ।

৫) জুনিয়র ফরাস: অষ্টম শ্রেণি  উত্তীর্ণ।

৬) জুনিয়র সুইপার: অষ্টম শ্রেণি  উত্তীর্ণ।

৬) প্লাম্বার হেলপার: অষ্টম শ্রেণি  উত্তীর্ণ। সংশ্লিট ক্ষেত্রে কাজের দক্ষতার বা অভিজ্ঞতার সার্টিফিকেট থাকতে হবে।

৭) জুনিয়র ড্রাইভার: অষ্টম শ্রেণি  উত্তীর্ণ। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বৈধ দুই বা চার চাকার ড্রাইভিং লাইসেন্স।

৮) লিফটম্যান: অষ্টম শ্রেণি  উত্তীর্ণ। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতার সপক্ষে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট।

৯) জুনিয়র ইলেক্ট্রিশিয়ান: অষ্টম শ্রেণি  উত্তীর্ণ। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতার সপক্ষে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট।

 

বয়সসীমা ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছর বয়স হতে হবে। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

বেতনক্রম

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ৭২০০: ২৫৩০০ + গ্রেড পে ৩৩০০ টাকা

জুনিয়র অ্যাটেনডেন্ট: ৫৪০০: ১৮৬০০ + গ্রেড পে ১৮০০ টাকা

জুনিয়র গার্ড: ৫৪০০: ১৮৬০০ + গ্রেড পে ১৮০০ টাকা

জুনিয়র সিকিউরিটি নায়েক: ৫৪০০: ১৮৬০০ + গ্রেড পে ১৮০০ টাকা

জুনিয়র ফরাস: ৫৪০০: ১৮৬০০ + গ্রেড পে ১৮০০ টাকা

জুনিয়র সুইপার: ৫৪০০: ১৮৬০০ + গ্রেড পে ১৮০০ টাকা

প্লাম্বার হেলপার: ৫৪০০: ১৮৬০০ + গ্রেড পে ১৮০০ টাকা

জুনিয়র ড্রাইভার: ৫৪০০: ১৮৬০০ + গ্রেড পে ২৯০০ টাকা

লিফটম্যান: ৫৪০০: ১৮৬০০ + গ্রেড পে ২১০০ টাকা

জুনিয়র ইলেক্ট্রিশিয়ান: ৫৪০০: ১৮৬০০ + গ্রেড পে ২১০০ টাকা

 

আবেদন অনলাইনে আবেদন করতে হবে, প্রথমে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন। অনলাইন আবেদন করা যাবে আগামী ৬ মার্চ, ২০২০ পর্যন্ত। আবেদন করার সময় অনলাইনে ৪০-৬০ কেবি মাপের নিজের ছবি ও ১০-২০ কেবি মাপের নিজের স্বাক্ষর আপলোড করতে হবে। অনলাইন আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পর সাকসেসফুল হলে রেজিস্টার্ড অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে রাখতে হবে। প্রার্থীরা গ্রেড ১ ও গ্রেড ২-এর একটি পদ বা গ্রেড ২-এর একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন ফি

(গ্রেড ১) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ৫০০ (তপশিলি ও প্রতিবন্ধীদের জন্য ২৫০) টাকা।

(গ্রেড ২) বাকি পদগুলির জন্য: ৪০০ (তপশিলি ও প্রতিবন্ধীদের জন্য ২০০) টাকা।

গ্রেড ১ + গ্রেড ২ দুটির জন্যই আবেদন করলে ৯০০ (তপশিলি ও প্রতিবন্ধীদের জন্য ৪৫০) টাকা।

গ্রেড ২ একাধিক পদের জন্য আবেদন করলে আলাদা-আলাদা আবেদন ফি লাগবে না, অর্থাৎ মোট ৪০০ (তপশিলি ও প্রতিবন্ধীদের জন্য ২০০) টাকা।

আবেদন লিঙ্কhttps://www.rburecruitment.net/#!

অন্যান্য তথ্য সহ বিজ্ঞপ্তি লিঙ্কhttp://www.rbu.ac.in/upload/7b1ff447b0e1d257a16b93eebb23b290.pdf

 

 

 

West Bengal Jobs, Government Job, Rabindrabharati University