রাজ্য আবগারি দপ্তরে সাব-ইনস্পেক্টর নিয়োগের লিখিত পরীক্ষার ফল

1706
0
WB Police, WB Police Constable, WB Police Constable Exam,

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ নিয়োগ পর্ষদের মাধ্যমে এক্সাইজ ডিরেক্টরেটে সাব-ইনস্পেক্টর ও লেডি সাব-ইনস্পেক্টর নিয়োগের চূড়ান্ত লিখিত পরীক্ষার ফল বেরিয়েছে। সফল প্রার্থীদের পার্সোন্যালিটি টেস্টের স্থান-কাল যথাসময়ে জানানো হবে। এই বিজ্ঞপ্তিটি (No. WBPRB/NOTICE-2019/ 12[SI (Exc)-19]) দেখা যাবে এই লিঙ্কে: http://www.wbpolice.gov.in/writereaddata/wbp/English%20Notice_silsi18.pdf

চূড়ান্ত লিখিত পরীক্ষার সফল প্রার্থীদের তালিকা দেখা যাবে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর ও জন্মতারিখ দিয়ে, এই লিঙ্কে:

http://www.wbpolice.gov.in/WBP/Common/WBP_Result.aspx?RecId=2018/0002&NotId=204