রাজ্য আবগারি বিভাগে সাব-ইনস্পেক্টর/লেডি সাব-ইনস্পেক্টর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল

1262
0
NET, Net, Net Online Application

পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের অধীন আবগারি বিভাগের সাব-ইনস্পেক্টর/ লেডি সাব-ইনস্পেক্টর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল বেরিয়েছে। যাঁরা পার্সোন্যালিটি টেস্টে ডাক পেয়ে উপস্থিত হয়েছিলেন তাঁদের প্রাপ্ত নম্বরও আপলোড করা হয়েছে। নিজের স্থায়ী বাসস্থানের জেলা/রাজ্য বেছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর ও জন্মতারিখ দিয়ে নিজের প্রাপ্ত নম্বর দেখতে পারবেন ১৩ ফেব্রুয়ারি থেকে ১৫ দিন পর্যন্ত, এই লিঙ্কে: http://wbpolice.gov.in/WBP/Common/WBP_Result.aspx?RecId=2018/0002&NotId=233

চূড়ান্ত ফল সংক্রান্ত এই ১২ ফেব্রুয়ারি তারিখের বিজ্ঞপ্তি (No. WBPRB/NOTICE-2020/3[SI (Exc)-18) দেখা যাবে এই লিঙ্কে:

http://wbpolice.gov.in/writereaddata/wbp/FinalNoticeApproveSI.pdf

ফল দেখা যাবে রাজ্য পুলিশ নিয়োগ পর্ষদ ও আবগারি দপ্তরের ওয়েবসাইটে (www.wbpolice.gov.in) ও (www.excise.wb.gov.in), নোটিসবোর্ডেও।