রাজ্য পরিবহণে ৭৪ মোটর ভিকল ইনস্পেক্টর

978
0
PSC, West Bengal Public Service Commission, PSC Exam

পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ দপ্তরে ৭৪ জন মোটর ভিকল ইনস্পেক্টর নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি নম্বর: ১/ ২০১৯।

শূন্যপদের বিন্যাস: ৭৪ (অসংরক্ষিত ৩৭, তপশিলি জাতি ১৭, তপশিলি উপজাতি ৪, ওবিসি এ ৮, ওবিসি বি ৪, শারীরিক প্রতিবন্ধী এলভি ১, শারীরিক প্রতিবন্ধী এলডি/সিপি ১, কৃতী খেলোয়াড় ২)।

প্রার্থী বাছাই পদ্ধতি: পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অবজেক্টিভ টাইপের ১০০টি প্রশ্ন থাকবে। প্রতি প্রশ্নের মান ১, মোট ১০০ নম্বরের পরীক্ষা। সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। নেগেটিভ মার্কিং থাকবে।

আবেদনের পদ্ধতি: http://www.pscwbapplication.in এবং www.pscwbonline.gov.in  ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৭ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয় সম্পর্কে ২৭ জানুয়ারি থেকে ওয়েবসাইটে জানা যাবে, আমাদের পোর্টালেও জানিয়ে দেওয়া হবে।

রাজ্য পরিবহণে ৭৪ মোটর ভিকল ইনস্পেক্টর আবেদন শুরু : https://jibikadishari.co.in/?p=9674