রাজ্য পুলিশ ও আবগারি বিভাগে এসআই/লেডি এসআই নিয়োগের পরীক্ষা, অ্যাডমিট কার্ড

829
0
Folafal Final Pic

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে এবং আবগারি দপ্তরে সাব-ইনস্পেক্টর ও লেডি সাব-ইনস্পেক্টর নিয়োগের চূড়ান্ত যুগ্ম লিখিত পরীক্ষা হবে আগামী ২৪ মার্চ বেলা ১১টা থেক ৪-৩০ পর্যন্ত।

এজন্য ই-অ্যাডমিটকার্ড আপলোড করা হবে ১১ মার্চ থেকে, এই দুই ওয়েবসাইটে: www.wbpolice.gov.in, www.excisewb.gov.in)।

ডাউনলোড করা যাবে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর ও জন্মতারিখ দিয়ে।

প্রার্থীদের এসএমএস করেও এবিষয়ে জানানো হবে।

কাউকে আলাদা ক্করে আর কোনো চিঠিপত্র পাঠানো হবে না।

এই বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: http://wbpolice.gov.in/writereaddata/wbp/Final%20English%20Notice%20Approve.pdf