রাজ্য পুলিশে কনস্টেবল ও ওয়ার্ডার নিয়োগের ইন্টারভিউ ২৯ নয়, ২৮ তারিখেই

1940
0
WB Police Recruitment 2024

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে কনস্টেবল ও সংশোধনাগারের ওয়ার্ডার/ফিমেল ওয়ার্ডার নিয়োগের ইন্টারভিউয়ের যে কর্মসূচি আগামী ২৯ আগস্টের জন্য ঠিক করা হয়েছিল তার তারিখ আবার বদল করা হল। ওইদিনের বদলে ইন্টারভিউ হবে ১ দিন আগে, আগামী ২৮ তারিখে। করোনাজনিত পূর্বঘোষিত লকডাউন ২৮ তারিখ থেকে সরিয়ে ২৯ তারিখ করায় ইন্টারভিউয়েরও তারিখ আবার বদলাতে হল বলে রাজ্য পুলিশ নিয়োগ পর্ষদ ১৭ আগস্ট এক বিজ্ঞপ্তিতে (No. WBPRB/NOTICE-18/2020[CONS.-19 & JW-19]) জানিয়েছে। বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই দুই লিঙ্কে:

(১) http://wbpolice.gov.in/writereaddata/wbp/English%20Notice%20170820.pdf,

(২) http://wbpolice.gov.in/writereaddata/wbp/English%20Notice%20170820-1.pdf

 

 

WB Police, WB Constable, West Bengal Police Recruitment,