রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ঘোষণা

590
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে আগামী ৪ আগস্ট বেলা ১২তা থেকে ১টা পর্যন্ত। সেজন্য ই-অ্যাডমিট কার্ড রাজ্য পুলিশের ওয়েবসাইট (www.wbpolice.gov.in) থেকে ডাউনলোড করা যাবে ১৮ জুলাই থেকে। নিজের অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর ও জন্মতারিখ দিয়ে ডাউনলোড করা যাবে। প্রার্থীদের এসএমএস করেও তারিখ জানানো হবে। এই বিজ্ঞপ্তিটি (No. WBPRB/NOTICE-2019/3 (CONS. – 19)) দেখা যাবে এই লিঙ্কে: http://wbpolice.gov.in/writereaddata/wbp/English%20Notice.pdf