রাজ্য পুলিশে সাব-ইনস্পেক্টর নিয়োগ পরীক্ষার ফল

625
0
WB Police Constable Exam

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে সাব-ইনস্পেক্টর/লেডি সাবইনস্পেক্টর নিয়োগের ২০১৮ সালের পরীক্ষার ফল বেরিয়েছে। নিজের জেলা নির্দেশ করে অ্যাপ্লিকেশন সিরিয়াল নং ও জন্মতারিখ দিয়ে লগ-ইন করে ফল জানা যাবে। এই লিঙ্কে:

http://wbpolice.gov.in/WBP/Common/WBP_Result.aspx?RecId=2018/0006&NotId=188

ওই পরীক্ষার পার্সোন্যালিটি টেস্টে উপস্থিত হয়েছিলেন তাঁরা লিখিত পরীক্ষায় পাওয়া নম্বরও জানতে পারবেন। এই লিঙ্কে:

https://wbprb.applythrunet.co.in

নম্বর সংক্রান্ত বিজ্ঞপ্তি No. WBPRB/NOTICE – 2019/8 (SI_LSI – 18) দেখা যাবে এই লিঙ্কে:

http://wbpolice.gov.in/writereaddata/wbp/English_Notice_17092019.pdf