রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষার তারিখ, অ্যাডমিট কার্ড  

1350
0
WB Police Constable Exam

রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ২৩ সেপ্টেম্বর তারিখে, সেকথা আমরা আগেই জানিয়েছ (https://jibikadishari.co.in/?p=5248)। জানানো হল পরীক্ষার সময় ও অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখও। পরীক্ষা হবে বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত। আগামী ৮ সেপ্টেম্বর থেকে পরীক্ষার্থীরা অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। প্রার্থীদের কাছে এই সংক্রান্ত ব্যাপারে একটি এসএমএসও  পাঠানো হবে। প্রার্থীদের অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন, আলাদা করে কাউকে পাঠানো হবে না।

৮ তারিখ থেকে অ্যাডমিট ডাউনলোড লিঙ্ক: http://policewb.gov.in/wbp/const-2018.php

 

 

WB Police Constable Exam