রাজ্য পুলিশের লেডি কনস্টেবল নিয়োগের ফাইনাল রিটেন টেস্ট

1611
0
WB Police Interview date

পশ্চিম বঙ্গ পুলিশের লেডি কনস্টেবল নিয়োগের ফাইনাল রিটেন টেস্ট হবে আগামী ৭ অক্টোবর বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত। পরীক্ষা দিতে যাবার জন্য যোগ্য প্রার্থীরা ই–অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ২৪ সেপ্টেম্বর থেকে, অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর ও জন্মতারিখ দিয়ে। যোগ্য প্রার্থীদের কাছে এসএমএস করে এবিষয়ে জানিয়ে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড-এর কোনো হার্ড কপি কাউকে পাঠানো হবে না বা দেওয়া হবে না। পরীক্ষার দিন সেই ই–অ্যাডমিট কার্ড-এর প্রিন্ট-আউট দাখিল করতে হবে। পরীক্ষার ওএমআর শিট ও অ্যাটেন্ডেন্স রোলের নমুনাও ওয়েবসাইটে দেওয়া হয়েছে— পরীক্ষার হলে তা কীভাবে পূরণ করতে হবে সেবিষয়ে ধারণা তৈরির সুবিধার জন্য।

পশ্চিম বঙ্গ পুলিশ নিয়োগ পর্ষদের এই ঘোষণা সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: http://policewb.gov.in/wbp/recruit/lady-const/Notice-180918.pdf

ওএমআর শিট-এর নমুনা পাবেন এই লিঙ্কে: http://policewb.gov.in/wbp/recruit/lady-const/OMR-180918.pdf

অ্যাটেন্ডেন্স রোল-এর নমুনা এই লিঙ্কে: http://policewb.gov.in/wbp/recruit/lady-const/Attendance-Roll-180918.pdf