রাজ্য বিদ্যুতে এগজিকিউটিভ নিয়োগের পরীক্ষা বাতিল

775
0
WEJEE 2024 Registration

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমেটেডে অফিস এগজিকিউটিভ ও জুনিয়র অপারেটর টেকনিশিয়ান-কাম-টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (Notification No. MPP/2018/05) নিয়োগের জন্য ৯ জুন ২০১৯ তারিখে নেওয়া লেখা পরীক্ষাটি অনিবার্য কারণে বাতিল করা হয়েছে। নতুন করে আবারও এই পদগুলির জন্য পরীক্ষা নেওয়া হবে, সে সম্পর্কে বিস্তারিত জানানো হবে সময়মতো। প্রসঙ্গত, যাঁরা গত ৯ জুন ২০১৯ সালের পরীক্ষায় বসেছিলেন, কেবলমাত্র তাঁরাই পুনরায় পরীক্ষায় বসতে পারবেন। https://www.wbsedcl.in/irj/go/km/docs/internet/new_website/pdf/Careers/R&MP-Notification-05(i).pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।