রাজ্য বিদ্যুতে ৬০ অ্যাপ্রেন্টিস

892
0
PSC Job, West Bengal Job, WB Govt Job

ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে ৬০ জন টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। নোটিফিকেশন নম্বর: WBPDCL/Apprentice/2019/01.

শূন্যপদ: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট): মেকানিক্যাল: ১৩ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১, ওবিসি বি ১)। ইলেক্ট্রিক্যাল: ১০ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১, ওবিসি বি ১)। ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্স: ৭ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, ওবিসি এ ১, ওবিসি বি ১)।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা): মেকানিক্যাল: ১৩ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১, ওবিসি বি ১)। ইলেক্ট্রিক্যাল: ১০ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১, ওবিসি বি ১)। ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্স: ৭ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, ওবিসি এ ১, ওবিসি বি ১)।

যোগ্যতা: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং): এআইসিটিই স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে গ্র্যাজুয়েট ডিগ্রি।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা ইঞ্জিনিয়ার): এআইসিটিই স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে ডিপ্লোমা।

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে। ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে যাঁরা ডিগ্রি/ ডিপ্লোম পাশ করেছেন কেবলমাত্র তাঁরাই আবেদন করতে পারবেন। এমই/ এমটেক/ এমবিএ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

বয়সসীমা: ১ মার্চ ২০১৯ তারিখের হিসেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১২ মাস। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি মাসে ৩৫৪২ টাকা ও গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের প্রতি মাসে ৪৯৮৪ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

আবেদনের পদ্ধতি: প্রার্থীকে প্রথমে www.mhrdnats.gov.in ওয়েবাসইটে গিয়ে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিমে নাম নথিভুক্ত করতে হবে। এরপর www.wbpdcl.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি হতে হবে, মাপ হতে হবে ৫০ কেবির মধ্যে। স্বাক্ষরের মাপ হতে হবে ২০ কেবির মধ্যে। অনলাইন আবেদন করার সময় ছবি ও স্বাক্ষর নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১ এপ্রিল ২০১৯ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।