রাজ্য সংশোধনাগারগুলির ওয়ার্ডার নিয়োগ পরীক্ষার তারিখ, ওএমআর শিট ও অ্যাটেন্ডেন্স শিটের নমুনা

954
0
upcoming govt exam date

পশ্চিমবঙ্গ রাজ্যপুলিশ নিয়োগ পর্ষদের মাধ্যমে সংশোধনাগারগুলির জন্য ৮১৬ জন ওয়ার্ডার/ফিমেল ওয়ার্ডার নিয়োগের লিখিত পরীক্ষা হবে আগামী ১৫ সেপ্টেম্বর রবিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত। এজন্য ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে রাজ্য পুলিশের ওয়েবসাইটে (www.wbpolice.gov.in) ও রাজ্য সংশোধনাগার পরিষেবার ওয়েবসাইটে (www.correctionalservices.gov.in)। আগামী ২ সেপ্টেম্বর থেকে  ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ওই ওয়েবসাইট থেকে, নিজের অ্যাপ্লিকেশন সিরিয়াল নং ও জন্মতারিখ দিয়ে। প্রার্থীদের এসএমএস করেও এবিষয়ে জানানো হবে। ওই কার্ডের প্রিন্ট-আউটই ব্যবহার করতে হবে, অন্য কোনো ছাপানো কার্ড বা চিঠি পাঠানো হবে না। রাজ্য পুলিশ নিয়োগ পর্ষদের ২৮ আগস্টের WBPRB/NOTICE-2019/ 6 (JW-19)  নম্বরের এই ঘোষণা দেখা যাবে এই লিঙ্কে: http://wbpolice.gov.in/writereaddata/wbp/Notice.pdf

ওই লিখিত পরীক্ষার প্রশ্নপত্র অর্থাৎ ওএমআর শিটের নমুনাও আপলোড করা হয়েছে, পরীক্ষার্থীদের অনভিজ্ঞতা কাটিয়ে হাত সেট করে নেবার জন্য, নমুনা পাবেন এই লিঙ্কে: http://wbpolice.gov.in/writereaddata/wbp/Specimen%20OMR.pdf

পরীক্ষার হলে কীভাবে অ্যাটেন্ডেন্স শিট ভরতে হবে তার খুঁটিনাটি নমুনাও পর-পর দিয়ে দেওয়া হয়েছে, এই লিঙ্কে:

http://wbpolice.gov.in/writereaddata/wbp/Specimen%20Arttendance%20Roll.pdf