রাজ্য স্বাস্থ্য বিভাগে মেডিকেল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি) নিয়োগ বাতিল

501
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

গত ১৮ মে ২০১৮ তারিখ আমাদের পোর্টালে রাজ্যে ২৮৪২ জন মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও ফিজিওথেরাপিস্ট নিয়োগের যে খবর বেরিয়েছিল তারমধ্যে ১২২ জন মেডিকেল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি) নিয়োগের বিষয়টি আপাতত অনিবার্য কারণে বাতিল করা হল বলে নতুন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে (বিজ্ঞপ্তি নম্বর: R/MT/Phar./Physio/48/2018)। মেমো নম্বর: HPH/NPCB/11/2018-19/1/118 Date: 09/07/2018. অন্যান্য বিষয়গুলি অপরিবর্তিত রয়েছে।