রাজ্য স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে ১৬৫ গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে

774
0
WB Health, North 24 Parganas Recruitment

ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সে ১৬৫ জন পিএ, অ্যাসিঃ লাইব্রেরিয়ান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, হেড ক্লার্ক, ইউডিসি/ ইউডিএ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ডেটা এন্ট্রি অপারেটর), এলডিসি/ এলডিএ, স্টোর কিপার, স্টেনোগ্রাফার/ স্টেনো টাইপিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, ড্রাইভার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (কেয়ারটেকার), জুনিয়র পিওন, জিডিএ, ডোম/ ডিসেকশন হল অ্যাটেন্ড্যান্ট নিয়োগ করা হবে। মেমো নম্বর: OG/WBUHS/2018-19/1445.

শূন্যপদের বিন্যাস:  ক্রমিক সংখ্যা ১: পিএ টু প্রিন্সিপাল: ১ (অসংরক্ষিত)। ক্রমিক সংখ্যা ২: অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান: ১ (অসংরক্ষিত)। ক্রমিক সংখ্যা ৩: সিনিয়র অ্যাসিস্ট্যান্ট: ১ (অসংরক্ষিত)। ক্রমিক সংখ্যা ৪: হেড ক্লার্ক: ১ (অসংরক্ষিত)। ক্রমিক সংখ্যা ৫: ইউডিসি/ ইউডিএ: ১৫ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ১, শারীরিক প্রতিবন্ধী ১, ওবিসি এ ২, ওবিসি বি ১)। ক্রমিক সংখ্যা ৬: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ২০ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ১, শারীরিক প্রতিবন্ধী ১, ওবিসি এ ২, ওবিসি বি ২)। ক্রমিক সংখ্যা ৭: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ডেটা এন্ট্রি অপারেটর): ২ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১)। ক্রমিক সংখ্যা এলডিসি/ এলডিএ: ২৯ (অসংরক্ষিত ১৩, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ২, শারীরিক প্রতিবন্ধী ১, ওবিসি এ ৩, ওবিসি বি ৩)। ক্রমিক সংখ্যা ৯: স্টোর কিপার: ২২ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ১, শারীরিক প্রতিবন্ধী ১, ওবিসি এ ২, ওবিসি বি ২)। ক্রমিক সংখ্যা ১০: স্টেনোগ্রাফার/ স্টেনো টাইপিস্ট: ১৩ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ৪¸ তপশিলি উপজাতি ১, শারীরিক প্রতিবন্ধী ১, ওবিসি এ ২)। ক্রমিক সংখ্যা ১১: মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি): ১৯ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২, শারীরিক প্রতিবন্ধী ১, ওবিসি এ ৩, ওবিসি বি ২)। ক্রমিক সংখ্যা ১২: ড্রাইভার: ২ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১)। ক্রমিক সংখ্যা ১৩: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (কেয়ারটেকার): ১ (অসংরক্ষিত)। ক্রমিক সংখ্যা ১৪: জুনিয়র পিওন (জিডিএ): ৭ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১)। ক্রমিক সংখ্যা ১৫: জিডিএ: ৩৭ (অসংরক্ষিত ১৯, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ২, শারীরিক প্রতিবন্ধী ১, ওবিসি এ ৩, ওবিসি বি ৩)। ক্রমিক সংখ্যা ১৬: ডোম/ ডিসেকশন হল অ্যাটেন্ড্যান্ট: ৪ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)।

বেতনক্রম: মূল বেতন ক্রমিক সংখ্যা ১: ৯০০০-৪০৫০০ টাকা, গ্রেড পে ৪৪০০ টাকা। ক্রমিক সংখ্যা ২: ৯০০০-২৮৩০০ টাকা, গ্রেড পে ৪৪০০ টাকা। ক্রমিক সংখ্যা ৩: ৭২০০-২৫৪০০ টাকা, গ্রেড পে ৪১০০ টাকা। ক্রমিক সংখ্যা ৪: ৭১০০-৩৭৬০০ টাকা, গ্রেড পে ৩৯০০ টাকা। ক্রমিক সংখ্যা ৫: ৭১০০-৩৭৬০০ টাকা, গ্রেড পে ৩৬৫০ টাকা। ক্রমিক সংখ্যা ৬ ও ৭: ৭২০০-২৫৪০০ টাকা, গ্রেড পে ৩৩০০ টাকা। ক্রমিক সংখ্যা ৮, ৯ ও ১০: ৫৪০০-২৫২০০ টাকা, গ্রেড পে ২৬৮০ টাকা। ক্রমিক সংখ্যা ১১: ৭১০০-৩৭৬০০ টাকা, গ্রেড পে ৩৬৫০ টাকা। ক্রমিক সংখ্যা ১২: ৫৪০০-২৫২০০ টাকা, গ্রেড পে ২৬৮০ টাকা। ক্রমিক সংখ্যা ১৩: ৫৪০০-১৮৬০০ টাকা, গ্রেড পে ২৬০০ টাকা। ক্রমিক সংখ্যা ১৪: ৫৪০০-১৮৪০০ টাকা, গ্রেড পে ১৮০০ টাকা। ক্রমিক সংখ্যা ১৫ ও ১৬: ৪৯০০-১৬২০০ টাকা, গ্রেড পে ১৭০০ টাকা।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ক্রমিক সংখ্যা ১: যে-কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা/ সার্টিফিকেট এবং প্রতি মিনিটে ৪০ শব্দের গতিতে কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে অথবা বিসিএ ডিগ্রি এবং প্রতি মিনিটে ৪০ শব্দের গতিতে কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

ক্রনিক সংখ্যা ২: লাইব্রেরি সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি সঙ্গে কোনো লাইব্রেরি বা অ্যাকাডেমিক ইনস্টিটিউটে কাজের অভিজ্ঞতা। ই-লাইব্রেরির জ্ঞান থাকতে হবে।

ক্রমিক সংখ্যা ৩, ৪ ও ৫: ১) যে-কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা/ সার্টিফিকেট অথবা বিসিএ। ২) কোনো সরকারি/ আধা সরকারি/ স্বশাসিত সংস্থায় এলডিসি/ এলডিএ বা সমতুল কোনো পদে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা।

ক্রমিক সংখ্যা ৬, ৭, ৮ ও ৯: যে-কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা/ সার্টিফিকেট অথবা বিসিএ। তিন বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

ক্রমিক সংখ্যা ১০: যে-কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা/ সার্টিফিকেট অথবা বিসিএ। তিন বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

ক্রমিক সংখ্যা ১১: বিএসএলটি বা হায়ার সেকেন্ডারি (১০+২) বা সমতুল সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি থাকতে হবে এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে দু বছরের ডিপ্লোমা কোর্স এবং ৬ মাসের ইন্টার্নশিপ পাশ।

ক্রমিক সংখ্যা ১২: ১) অষ্টম শ্রেণি পাশ। ২) বৈধ কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স ও হালকা এবং ভারী যান চালানোর অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ক্রমিক সংখ্যা ১৩: যে-কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি।

ক্রমিক সংখ্যা ১৪ ও ১৫: মাধ্যমিক বা সমতুল। তিন বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

ক্রমিক সংখ্যা ১৬: মাধ্যমিক বা সমতুল। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ জানুয়ারি ২০১৯ তারিখের মধ্যে।

প্রার্থী বাছাই পদ্ধতি: পরীক্ষা/ ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ৫০০ টাকা। রাজ্যের তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য ২৫০ টাকা।

আবেদনের পদ্ধতি: www.wbuhs.ac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৫ মার্চ থেকে ১৫ এপ্রিল ২০১৯ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।