রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ পরীক্ষার আন্সার-কী

561
0
wbpsc exam postponed

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস দপ্তরে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগের জন্য যে এমসিকিউ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট নেওয়া হয়েছিল তার আন্সার-কী আপলোড করা হয়েছে। কোথাও কোনো অসঙ্গতি ধরা পড়লে তা এই বিজ্ঞপ্তি প্রকাশের ৭ দিনের মধ্যে কমিশনকে জানাতে হবে ইমেল করে, এই আইডিতে: response.answerkey.pscwb@gmail.com

কমিশনের আন্সার-কী সহ এই বিজ্ঞপ্তি (No.840-PSC/Con(Q)Date: 27thDec.,2019) দেখা যাবে এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2729621