রাজ্যে এক্সাইজ কনস্টেবল নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ, অ্যাডমিট কার্ড

680
0
upcoming govt exam date

রাজ্য সরকারের সাবর্ডিনেট এক্সাইজ সার্ভিসে এক্সাইজ কনস্টেবল (লেডি এক্সাইজ কনস্টেবল সহ) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি নং WBPRB/NOTICE-2019/ 10 (EC-19) অনুযায়ী প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে আগামী ২৪ নভেম্বর বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত। এজন্য ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে আজ ১১ নভেম্বর থেকে। কাউকে আলাদা করে কোনো অ্যাডমিট কার্ড দেওয়া হবে না। নিজের অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর ও জন্মতারিখ দিয়ে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে www.excise.wb.gov.in ওয়েবসাইট থেকে। প্রার্থীদের এসএমএস করেও এব্যাপারে জানানো হবে।

রাজ্য পুলিশ নিয়োগ পর্ষদের এই ঘোষণা সহ অন্যান্য প্রাসঙ্গিক নির্দেশাবলি দেখা যাবে এই লিঙ্কে:

http://www.wbpolice.gov.in/writereaddata/wbp/Notice_excise_pre.pdf

পরীক্ষার হলে অ্যাটেন্ডেন্স শিট ও উত্তরপত্র কীভাবে পূরণ করতে হবে তা আগে থেকে রপ্ত করে নেবার জন্য পর-পর নমুনাও দেখানো হয়েছে। তার লিঙ্ক পাবেন এই ওয়েবপেজে: http://www.wbpolice.gov.in/WBP/Common/WBP_Recruitment_Notice.aspx?Id=2019/0007