রাজ্যে ১৫ গ্র্যাজুয়েট ওয়ার্ড মাস্টার

1338
0
Current Jobs in West Bengal, Jobs in West Bengal,

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে শ্রম দপ্তরে ওয়ার্ড মাস্টার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলা, লিখতে, পড়তে ও বলতে জানতে হবে (নেপালি মাতৃভাষী ছাড়া)। বিজ্ঞপ্তি নম্বর– 24/2019.

শূন্যপদ: ওয়ার্ড মাস্টার (গ্রেড ৩) ১৫ টি পদ  (ওবিসি-এ ২, এসসি ৩, ওবিসি-বি ১, মেরিটোরিয়াস স্পোর্টপার্সন ১, পিডব্লূডি ১)

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা ৩৯ বছর। সংরক্ষিত শ্রেণীর জন্য নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ছাড় রয়েছে।

আবেদনপদ্ধতি: ২০ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ ডিসেম্বর, ২০১৯ এবং অফলাইনে চালানের মাধ্যমে জমা দেওয়া যাবে ১১ ডিসেম্বর পর্যন্ত।

আবেদন ফি: আবেদন ফি ১৬০ টাকা। অনলাইনে দিলে কনভেনিয়েন্স ফি ও জিএসটি যুক্ত হবে, আর অফলাইনে পেমেন্ট হলে ব্যাঙ্কের অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া  হবে। রাজ্যের এসসি/এসটি ও পিডব্লুডি প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।

বেতনক্রম: পে ব্যান্ড ৩ অনুযায়ী ৭১০০- ৩৭৬০০ + গ্রেড পে ৩৬০০ টাকা।

আবেদন লিঙ্ক: https://www.pscwbonline.gov.in/apps/home/

বিজ্ঞপ্তি লিঙ্ক: https://www.pscwbonline.gov.in/docs/2719012

 

 

 

Current Jobs in West Bengal, Jobs in West Bengal,