রাজ্যে ১৭৯ ফুড সেফটি পদে আবেদনের যোগ্যতা শিথিল

848
1
fssai recruitment

রাজ্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের অধীন ফুড সেফটি কমিশনারের অফিসে ১৭৯ জন ফুড সেফটি অফিসার নিয়োগের যে খবর গত ৫ ডিসেম্বর আমাদের পোর্টালে বেরিয়েছিল (https://jibikadishari.co.in/?p=1505), সেই নিয়োগের যোগ্যতার শর্ত শিথিল করা হল। আবশ্যিক যোগ্যতা হিসাবে প্রশিক্ষণের শর্ত বাতিল করা হল, অর্থাৎ ওই প্রশিক্ষণ না থাকলেও আবেদন করা যাবে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ১৯ জুলাই প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে (নম্বর R/FSD/46(1)/SCN/2018) একথা জানানো হয়েছে। আগে মূল বিজ্ঞপ্তিতে (No. R/FSO/46(1)/2017) বলা হয়েছিল, ফুড টেকনোলজি/ ডেয়ারি টেকনোলজি/ বায়োটেকনোলজি/ অয়েল টেকনোলজি/ এগ্রিকালচারাল সায়েন্স/ ভেটেরিনারি সায়েন্স/ বায়োকেমিস্ট্রি/ মাইক্রোবায়োলজিতে ডিগ্রি বা কেমিস্ট্রিতে এমএসসি বা মেডিসিনে ডিগ্রি সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে খাদ্যকর্তৃপক্ষের নির্ধারিত প্রশিক্ষণ সম্পূর্ণ করে থাকতে হবে। অন্য কিছু শর্তও ছিল। নতুন বিজ্ঞপ্তি অনুসারে ওই প্রশিক্ষণহীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন, তবে চাকরির জন্য নির্বাচিত হলে নির্ধারিত সময়ের মধ্যে ওই প্রশিক্ষণ নিয়ে নিতে হবে।

অনলাইনে ২১ জুলাই থেকে ৬ আগস্ট রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে। অন্যান্য সমস্ত শর্ত অপরিবর্তিত রয়েছে, আমাদের পোর্টালে ওপরের লিঙ্ক থেকে (বা ডব্লুবিএইচআরবির http://wbhrb.eadmissions.net/Images/WBHRB_ADV_2029.pdf লিঙ্ক থেকে) অন্যান্য প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন। যাঁরা আগে আবেদন করেছেন তাঁদের আর নতুন করে আবেদন করতে হবে না।