রাজ্যে ২১৩ গ্রামীণ ডাকসেবককে এমটিএস পদে নিয়োগ

766
0
India Post GDS Recruitment 2023

ভারতীয় ডাকবিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলে ২১৩ জন মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করা হবে। ডাকবিভাগে গ্রামীণ ডাকসেবক হিসেবে কর্মরতরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি নং Rectt./R-46/2019.

যোগ্যতা: ডাকবিভাগের বর্তমান বিধিমতে (Department of Posts’ MTS (Group ‘C’ post) Recruitment Rules, 2018 notified in GSR 781 (E) dated 16.08.2018 (Annexure-II))। কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত নেই। ১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে নিয়মিতভাবে তিন বছর গ্রামীণ ডাক সেবক হিসেবে কাজ করে থাকতে হবে। বয়সের কোনো বিধিনিষেধ নেই।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষায় দুটি পেপার থাকবে, সময় সকাল ১০টা থেকে বেলা ১২.১০। দুটি পেপারের পরীক্ষার মাঝে দশ মিনিটের বিরতি। পরীক্ষা হবে আগামী ১৫ মার্চ।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে নির্ধারিত বয়ানে। আবেদন করা যাবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

https://westbengalpost.gov.in/docs/upload/Rectt_03_02_2020.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে, কোথায় কী শূন্যপদ তাও জানা যাবে এবং আবেদনের বয়ান পাওয়া যাবে ওই লিঙ্কে।