রাজ্যে ৬০০০ গ্রুপ-ডি ফল প্রকাশে দেরি

763
1
Folafal Final Pic

রাজ্যে ৬০০০০ গ্রুপ-ডি কর্মী নিয়োগের জন্য পশ্চিম বঙ্গ গ্রুপ-ডি নিয়োগ পর্ষদ গঠন করে ২০১৬-র ১ জানুয়ারিতে। প্রথম দফায় ৬০০০ শূন্যপদের জন্য দরখাস্ত চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বৈধ আবেদন জমা পড়ে ২৪ লক্ষ ৬৮ হাজার। লিখিত পরীক্ষা হয় ২০১৭-র ২০ মে। লিখিত পরীক্ষার সফল প্রার্থীদের ইন্টারভিউ শুরু হয় ১৬ অক্টোবর। ডাকা হয় প্রায় সাড়ে ন-হাজার প্রার্থীকে। তারপর, বিশেষত সংরক্ষিত ক্যাটেগরির শূন্যপদের তুলনায় যথেষ্টসংখ্যক প্রার্থী মেধাতালিকায় না থাকার কারণে কাট-অফ মার্কস কমিয়ে আবার ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয় আরও কিছু প্রার্থীর জন্য। সেই পর্বও মিটে যাবার পর, যাঁদের দরখাস্তে বা ইন্টারভিউয়ের সময় তথ্যপ্রমাণ দাখিল সঙ্গক্রান্ত নানারকম ত্রুটি ও অসঙ্গতি থেকে গেছে তাঁদের জন্য একাধিকবার বিজ্ঞপ্তি দিয়ে, এসএমএস করেও সুযোগ দেওয়া হয় ঠিকঠাক সবকিছু দাখিল বা ত্রুটি সংশোধন করার জন্য। খুব একটা সাড়া পাওয়া যায়নি। ২৮ মে পর্যন্ত নতুন করে সেই সুযোগ দেওয়া সত্ত্বেও এখনও অনেকেরই ওই ত্রুটি ও অসঙ্গতিগুলি রয়ে গেছে। ফল বার করার জন্য পর্ষদ তৈরি। কিন্তু বহু প্রার্থীর ওই ত্রুটি-বিচ্যুতি থেকে যাবার কারণে দেরি হচ্ছে। এই পরিস্থিতিতে আরও একবার প্রার্থীদের তথ্যপ্রমাণগত ত্রুটি-বিচ্যুতি ও অসঙ্গতিগুলি সংশোধনের সুযোগ দিয়ে ও সেইমতো অন্যান্য প্রাসঙ্গিক কাজ শেষ করে আগামী মাসের শুরুর দিকেই চূড়ান্ত ফল ঘোষণা করা হবে বলে জানা গেছে।