রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ৭৬১৫ জন স্টাফ নার্স গ্রেড টু নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। Abridged Advt No. R/SN/53(1)/1/2018. গত ১১ সেপ্টেম্বর আমাদের পোর্টালে খবরটি সংক্ষপ্তিভাবে জানানো হয়েছিল, আজ বিস্তারিত আলোচনা।
শূন্যপদ: মোট শূন্যপদ ৭৬১৫ (এর মধ্যে ৬৯৬৬ নতুন শূন্যপদ আর ৬৪৯ আগের শূন্যপদ)।
নতুন শূন্যপদ ৬৯৬৬-র মধ্যে জেনারেল নার্সিং মিডওয়াইফারি যোগ্যতার শূন্যপদ ৪৫২৯ (অসংরক্ষিত ২৩৫৫, তপশিলি জাতি ৯৯৬, তপশিলি উপজাতি ২৭২, ওবিসি এ ৪৫৩, ওবিসি বি ৩১৭, শারীরিক প্রতিবন্ধী ১৩৬)।
বেসিক বিএসসি নার্সিং যোগ্যতার শূন্যপদ ২২৯৯ (অসংরক্ষিত ১১৯৫, তপশিলি জাতি ৫০৬, তপশিলি উপজাতি ১৩৮, ওবিসি এ ২৩০, ওবিসি বি ১৬১, শারীরিক প্রতিবন্ধী ৬৯)।
পোস্ট বেসিক বিএসসি নার্সিং যোগ্যতার শূন্যপদ ১৩৮ (অসংরক্ষিত ৭২, তপশিলি জাতি ৩০, তপশিলি উপজাতি ৮, ওবিসি এ ১৪, ওবিসি বি ১০, শারীরিক প্রতিবন্ধী ৪)।
আগের শূন্যপদের মধ্যে জেনারেল নার্সিং মিডওয়াইফারিতে শূন্যপদ ৪৭১, বেসিক বিএসসি নার্সিং-এ ৮২, পোস্ট বেসিক বিএসসি নার্সিং-এ ৯৬।
বেতনক্রম: মূল বেতন ৭১০০-৩৭৬০০ টাকা, গ্রেড পে ৩৬০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩৯ বছরের মধ্যে। এ রাজ্যের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
আবেদনের ফি: ২১০ টাকা। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না। গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেমের মাধ্যমে অ্যাকাউন্ট নম্বর ‘০০৫১-০০-১০৪-০০২-১৬’ তে ফি দিতে হবে।
আবেদনের পদ্ধতি: www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে, ১৭ সেপ্টেম্বর থেকে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৭ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর ২০১৮ রাত ৮টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ওয়েবসাইট থেকে জানা যাবে ওয়েবসাইট থেকে: http://www.wbhrb.in/Staff%20Nurse%20Grade%20II.pdf