রাজ্যে ৮১৬ জেল ওয়ার্ডার: শিথিল হল কম্পিউটার প্রশিক্ষণের শর্ত

667
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

রাজ্যে ৮১৬ মাধ্যমিক জেল ওয়ার্ডার নিয়োগের যে খবর গত ১৫ ফেব্রুয়ারি আমাদের পোর্টালে আপলোড করা হয়েছিল (https://jibikadishari.co.in/?p=9921), তার কম্পিউটার প্রশিক্ষণ সংক্রান্ত যোগ্যতার শর্ত কিছু শিথিল করা হয়েছে।

২০ ফেব্রুয়ারির এক সংশোধনী বিজ্ঞপ্তিতে রাজ্য পুলিস রিক্রুটমেন্ট বোর্ড জানিয়েছে, শুধু মাত্র কম্পিউটার সাক্ষরতা থাকা চাই (Only the words “Acquisition of computer literacy” will remain), সেই সংক্রান্ত অন্যান্য শর্ত গ্রাহ্য করতে হবে না।

এই সংশোধনী বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.wbpolice.gov.in/writereaddata/wbp/NOTICE%20(for%20Warder).pdf