রাজ্যের আইটিআইগুলিতে ভর্তির জন্য আবেদন ২২ মার্চ থেকে

697
1

রাজ্য সরকার পরিচালিত আইটিআই/আইটিসি/জুনিয়র পলিটেকনিকগুলিতে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আইটিআই কোর্সগুলিতে ভর্তির জন্য আগামী ২২ মার্চ থেকে ওএমআর আবেদন পত্র ও অ্যাডমিশন ব্রশিওর পাওয়া যাবে ওই প্রতিষ্ঠানগুলি থেকে।

ইচ্ছুক প্রার্থীরা ২২ মার্চ, ২০১৮ থেকে ২৭ এপ্রিল, ২০১৮ তারিখ পর্যন্ত বিভিন্ন সরকারি আইটিআই/আইটিসি/জুনিয়র পলিটেকনিক এবং পিপিপি আইটিআইগুলিতে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত আবেদনের ওএমআর ফর্ম ও অ্যাডমিশন ব্রশিওর পাওয়া যাবে। ভর্তির জন্য কোনো অনলাইন আবেদন গ্রহণ হবে না। ওএমআর ফর্ম সংগ্রহ করার পর সংশ্লিষ্ট আইটিআইগুলিতে গিয়ে ২৭ এপ্রিল, ২০১৮ বিকেল ৪ টের মধ্যে জমা করতে হবে।