রাজ্যের পলিটেকনিকগুলিতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ২০৯

1201
0
St. Xavier's College Recruitment 2024

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগের অধীনে রাজ্যের পলিটেকনিক কলেজগুলিতে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– 01/2020.

শূন্যপদ:

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট-ফিজিক্স ৩৭ (অসংরক্ষিত ১৭, অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ১, ওবিসি-এ ৩, ওবিসি-বি ৩, এসসি ৮, এসসি এক্স-সার্ভিসম্যান ১, এসটি ২, মেরিটোরিয়াস স্পোর্টসপার্সন ১, পিডব্লিউডি ১)।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট-কেমিস্ট্রি ৩৭ (অসংরক্ষিত ১৭, অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ১, ওবিসি-এ ৩, ওবিসি-বি ৩, এসসি ৮, এসসি এক্স-সার্ভিসম্যান ১, এসটি ২, মেরিটোরিয়াস স্পোর্টসপার্সন ১, পিডব্লিউডি ১)।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট-ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ৩২ (অসংরক্ষিত ১৯, অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ১, ওবিসি-এ ৩, ওবিসি-বি ৩, এসসি ১, এসসি এক্স-সার্ভিসম্যান ২, এসটি ২,  পিডব্লিউডি ১)।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ৩৫ (অসংরক্ষিত ১৬, অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ১, ওবিসি-এ ৩, ওবিসি-বি ৩, এসসি ৭, এসসি এক্স-সার্ভিসম্যান ১, এসটি ২, মেরিটোরিয়াস স্পোর্টসপার্সন ১, পিডব্লিউডি ১)।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট-সিভিল ইঞ্জিনিয়ারিং ২৬ (অসংরক্ষিত ১১, অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ১, ওবিসি-এ ৩, ওবিসি-বি ২, এসসি ৫, এসসি এক্স-সার্ভিসম্যান ১, এসটি ২, পিডব্লিউডি ১)।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট-মেটালার্জি ৭ (অসংরক্ষিত ৩,  ওবিসি-এ ১, এসসি ২, এসটি ১)।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট-কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি ৯ (অসংরক্ষিত ৪,  ওবিসি-এ ১, ওবিসি-বি ১, এসসি ২,  এসটি ১)।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট-ফুড প্রসেসিং টেকনোলজি ৭ (অসংরক্ষিত ৩, ওবিসি-এ ১, এসসি ২, এসটি ১)।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট-ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ৮ (অসংরক্ষিত ৪, ওবিসি-এ ১, এসসি ২, এসটি ১)।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট-ইনস্ট্রুমেন্টেশান টেকনোলজি ২ ( এসসি ১)।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট-এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ২ (এসসি ১)।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট-প্যাকেজিং টেকনোলজি ২ (এসসি ১)।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট-থ্রিডি অ্যানিমেশন এন্ড গ্রাফিক্স ২ (এসসি ১)।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট-মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ২ (এসসি ১)।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট-কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ১ (এসসি )।

শিক্ষাগত যোগ্যতা :

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ( ফিজিক্স ): স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ফিজিক্স সহ বিজ্ঞান শাখায় স্নাতক ডিগ্রি।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ( কেমিস্ট্রি ): স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি  সহ বিজ্ঞান শাখায় স্নাতক ডিগ্রি।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ( ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ): স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ( মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ): স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ( সিভিল ইঞ্জিনিয়ারিং): স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল  ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ( মেটালার্জি): স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেটালার্জিতে ডিপ্লোমা।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ( কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি): স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স -এ ডিপ্লোমা।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ( ফুড প্রসেসিং টেকনোলজি): স্বীকৃত প্রতিষ্ঠান থেকেফুড প্রসেসিং টেকনোলজি -এ ডিপ্লোমা।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ( ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং): স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশনে ডিপ্লোমা।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ( ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি): স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি / ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং): স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচারে ডিপ্লোমা বা এগ্রিকালচার নিয়ে বিএসসি ডিগ্রি।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ( প্যাকেজিং টেকনোলজি): স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্যাকেজিং টেকনোলজিতে ডিপ্লোমা।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ( থ্রিডি অ্যানিমেশন এন্ড গ্রাফিক্স): স্বীকৃত প্রতিষ্ঠান থেকে থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স নিয়ে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি সহ মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশনে সার্টিফিকেট।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ( মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি): স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (অ্যাসিস্ট্যান্ট-কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং): স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা।

বয়সসীমা — ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা ৪০। রাজ্যের সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

বেতনক্রম — পে ব্যান্ড ২ অনুযায়ী মূল বেতন ৫৪০০-২৫২০০ + গ্রেড পে ২৯০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

আবেদন — আগামী ১০ জানুয়ারি থেকে অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। একজন প্রার্থী একটি পদের জন্যেই আবেদন করতে পারবেন।

আবেদন ফি — আবেদন ফি লাগবে ১৬০ টাকা।  সঙ্গে প্রসেসিং ফি, জিএসটি, অনলাইন / অফলাইন সার্ভিস চার্জ যুক্ত হবে। রাজ্যের এসসি, এসটি, পিডব্লুউডি শ্রেণির প্রাথীদের আবেদন ফি লাগবে না। অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জানুয়ারি, ২০২০। অফলাইনে ইউবিআই ব্যাঙ্ক চালানের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি। ব্যাঙ্ক চালান অনলাইন জেনারেট করা যাবে ৩০ জানুয়ারি পর্যন্ত।

আবেদন ওয়েবসাইট – http://wbpsc.gov.in/

বিজ্ঞপ্তি লিঙ্ক — https://www.pscwbonline.gov.in/docs/2730434

 

 

WBPSC, Govt Job, Govt Job in West Bengal, WBPSC Lab Assistant