রাজ্যের সরকারি আইটিআইগুলিতে ৩০৯ ইনস্ট্রাক্টর ও স্টোরকিপার নিয়োগ

804
0

রাজ্য সরকারের আইটিআইগুলিতে বিভিন্ন ট্রেডে ইনস্ট্রাক্টর ও স্টোরকিপারের ৩০৯ শূন্যপদে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। এইসব ট্রেডে: ড্রাফটসম্যান (সিভিল) শূন্যপদ ১২, ইলেক্ট্রিশিয়ান ৪৪, ইলেক্ট্রনিক্স মেকানিক ১৯, ফিটার ৪৪, মেশিনিস্ট গ্রাইন্ডার ৮, মেশিনিস্ট ২৫, মেকানিক ডিজেল ১০, মেকানিক মোটর ভিকল ১২, প্লাম্বার ১৫, সার্ভেয়র ১৫, টার্নার ৪০, ওয়েল্ডার ২৫, ওয়াইয়ারম্যান ৫, কার্পেন্টার ১১, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক ১২, কাটিং অ্যান্ড সিউইং ৫। এছাড়াও আইটিআইয়ের জন্যই ৫ জন স্টোরকিপার (টেকনিক্যাল) নেওয়া হবে।

আবেদন করা যাবে কেবল অনলাইনে (www.wbpsc.gov.in), আগামী ২৮ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আমরাও তখন প্রয়োজনীয় যোগ্যতা, বয়স, অন্যান্য শর্ত, ফি, শূন্যপদের ক্যাটেগরিভিত্তিক বণ্টন ইত্যাদি বিশদে জানাব।