রাজ্যের স্বাস্থ্যদপ্তরে ১০৫ অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেনডেন্ট নিয়োগ

1137
0
Health & Family welfare

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ১০৫ জন অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেনডেন্ট (নন-মেডিক্যাল) গ্রেড-টু নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: R/Asstt.Suptd. (NM)/03(1)/1/2020. আপাতত অস্থায়ীভাবে নিয়োগ করা হবে, তবে পরবর্তীকালে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে৷

শূন্যপদ: ১০৫ (অসংরক্ষিত ৩১, তপশিলি জাতি ৩৬, তপশিলি উপজাতি ১৮, বিসি ক্যাটেগরি এ ৭, বিসি ক্যাটেগরি বি ৬, শারীরিক প্রতিবন্ধী ৭)৷

যোগ্যতা: ১. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে-কোনো ডিসিপ্লিনে ডিগ্রি এবং ২. হসপিটাল ম্যানেজমেন্ট বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা সঙ্গে বাংলা বলতে ও লিখতে জানতে হবে৷ অন্তত ২০০ শয্যার সরকারি বা বেসরকারি হাসপাতালে দু বছরের ম্যানেজেরিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়৷

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৬ বছর৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

বেতনক্রম: ৯০০০-৪০৫০০ টাকা, গ্রেড পে ৪৭০০ টাকা৷

আবেদনের ফি: ২১০ টাকা৷ গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেমের মাধ্যমে ০০৫১-০০-১০৪-০০২-১৬ অ্যাকাউন্ট নম্বরে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে৷ পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২৪ জুলাই থেকে ৩০ জুলাই রাত ৮টা পর্যন্ত৷

http://www.wbhrb.in/documents/Assistant-Superintendent-Non-Medical-Grade-II.pdf   লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পাওয়া যাবে৷

 

 

 

 

লাইভ টিভি দেখুন:  https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল