রাজ্যের ২ বছরের ডিএলএড পার্ট-টু পরীক্ষার ফল

1025
0
Higher Secondary Exam, HS Exam

রাজ্যের ২০১৫-১৭ শিক্ষাবর্ষের ২ বছরের ডিএলএড (রেগুলার/ফেস-টু-ফেস) কোর্সের পার্ট-টু পরীক্ষায় বসেছিলেন ১৫৬২৮ জন (১৫৫৬১ + কন্টিনিউইং ৬৭)।

পাশ করেছেন ১৫১০৭ জন, এনসি (নট ক্লিয়ার্ড) ৩৫৯ জন, অনুত্তীর্ণ ১৬২ জন।

ফলাফল দেখা যাবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে (www.wbbpe.org) ১২ নভেম্বর থেকে, নিজ-নিজ বৈধ রোল ও নম্বর দিয়ে লগ-ইন করে।

পর্ষদের ৫ নভেম্বরের এক বিজ্ঞপ্তিতে (No: 2808/1(365) /BPE/2018) একথা জানানো হয়েছে।

এই বিজ্ঞপ্তি দেখা যাবে পর্ষদের এই লিঙ্কে: http://www.wbbpe.org/WBBPE_NOTICE/notice.pdf