রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে প্রবেশনারি অফিসারের শূন্যপদ বাড়ল আড়াই হাজার

1209
0
IBPS Exam calendar 2024

দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে প্রবেশনারি অফিসার/ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগের শূন্যপদ ১১৬৭ থেকে বেড়ে ১৪১৭ হল৷ আমরা অবশ্য মূল খবরেই বলেছিলাম শূন্যপদ বাড়তে পারে। ইনস্টিটিউটট অব ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনের তরফে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে শূন্যপদ বৃদ্ধির হিসাব দেওয়া হয়েছে৷ https://www.ibps.in/wp-content/uploads/Detailed_Advt_CRP_PO_X.pdf লিঙ্কে গিয়ে ওই খুঁটিনাটি হিসাব সহ সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখা যাবে৷

 

 

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল