রাষ্ট্রীয় কেমিক্যালস-এ ৩৯৩ ট্রেনি, ইঞ্জিনিয়ার ও অফিসার নিয়োগ

1278
0

কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারস লিমিটেডে ৩৯৩ জন ম্যানেজমেন্ট ট্রেনি, ইঞ্জিনিয়ার, অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার ও অপারেটর নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: ০১০৬২০২০৷

শূন্যপদ: ম্যানেজমেন্ট ট্রেনি: (কেমিক্যাল: ৬০, বয়লার: ২১, মেকানিক্যাল: ৪৮, ইলেক্ট্রিক্যাল: ২২, ইনস্ট্রুমেন্টেশন: ৩৫), ইঞ্জিনিয়ার (কেমিক্যাল): ১০, অফিসার (মার্কেটিং): ১০, অ্যাসিস্ট্যান্ট অফিসার (মার্কেটিং): ১৪৷

অপারেটর ট্রেনি (কেমিক্যাল) গ্রেড এ৬: ১২৫, বয়লার অপারেটর গ্রেড থ্রি (গ্রেড এ৫): ২৫, জুনিয়র ফায়ারম্যান গ্রেড টু (গ্রেড এ৩): ২৩৷

আবেদনের ফি: ম্যানেজমেন্ট ট্রেনি/ ইঞ্জিনিয়ার/ অফিসার ক্যাটেগরির ক্ষেত্রে আবেদনের ফি ১০০০ টাকা এবং ওয়ার্কার্স ক্যাটেগরির ক্ষেত্রে ৭০০ টাকা৷ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে৷ তপশিলি জাতি/উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: www.rcfltd.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২৯ জুন থেকে ১৫ জুলাই বিকাল ৫টা পর্যন্ত৷

https://www.rcfltd.com/files/Advt_june_2020.pdf লিঙ্কে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷