রিজার্ভ ব্যাঙ্কে ১৬৬ অফিসার

785
1
Current Affairs 1st March

রিজার্ভ ব্যাঙ্কে ১৬৬ জন গ্রেড-বি (ডিআর) অফিসার নেবে। বিজ্ঞাপন নম্বর ৬/২০১৭-১৮। মোট শূন্যপদের মধ্যে ১২৭টি জেনারেল বিভাগের জন্য, ২২টি আর্থিক ও নীতি অনুসন্ধান বিভাগের জন্য, ১৭টি সাংখ্যিকী ও সূচনা প্রবন্ধ বিভাগের জন্য।

অনলাইনে আবেদন শুরু হবে আগামীকাল ৩ জুলাই। www.rbi.org.in ওয়েবসাইটে। আমাদের পোর্টালেও বিস্তারিত জানানো হবে। আবেদন তথা ফি জমা দেওয়া যাবে ২৭ জুলাই পর্যন্ত। সাধারণ বিভাগের জন্য প্রার্থী বাছাইয়ের প্রথম পর্যায়ের পরীক্ষা হবে ১৮ আগস্ট, সফল প্রার্থীদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে ৭ সেপ্টেম্বর। আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি বিস্তারিত জানা যাবে ৩ জুলাই থেকে।