রেলওয়ে গ্ৰুপ ডি পরীক্ষার প্যাটার্ন ও নম্বর বিভাজন বিস্তারিতভাবে জানাল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। বুধবার একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, কম্পিউটার বেসড যে পরীক্ষা নেওয়া হবে তা হবে মোট ১০০ নম্বরের যার জন্য সময় বরাদ্দ করা হয়েছে ৯০ মিনিট (পিএইচডি প্রার্থীদের জন্য ১২০ মিনিট)।
সিলেবাস সম্পর্কে জানানো হয়েছে:
ম্যাথমেটিক্স— ২৫ নম্বর
জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং— ৩০ নম্বর
জেনারেল সায়েন্স—২৫ নম্বর
জেনারেল অ্যাওয়ার্নেস ও কারেন্ট অ্যাফেয়ার্স— ২০ নম্বর
এই সম্পর্কিত বিজ্ঞপ্তি: http://www.rrbkolkata.gov.in/download/Notice%20on%20section%20wise%20marks_CEN%2002-2018%20Dt%2029-08-18.pdf
প্রসঙ্গত, এই পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৭ সেপ্টেম্বর। সেখবর আমরা আগেই জানিয়ে দিয়েছি (https://jibikadishari.co.in/?p=7415)।
RRB, RRB Group D, Rail Exam