রেলে ১ লক্ষ ৩০ হাজার নন-টেকনিক্যাল কর্মী নিয়োগ

2620
0
Rail Karmi

সারা ভারতে বিভিন্ন রেল ও রেল ফ্যাক্টরিগুলিতে ১ লক্ষ ৩০ হাজার কর্মী নিয়োগ হবে নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি, প্যারামেডিক্যাল ক্যাটেগরি, মিনিস্টেরিয়াল ও আলাদা কিছু (আইসোলেটেড) ক্যাটেগরি, লেভেল ওয়ান (গ্রুপ-ডি) ক্যাটেগরিতে। প্রার্থী বাছাই করবে দেশজুড়ে মোট ৩৭টি রেল রিক্রুটমেন্ট বোর্ড ও রেল রিক্রুটমেন্ট সেল।

লেভেল ওয়ান (গ্রুপ-ডি) ক্যাটেগরির শূন্যপদ ১ লক্ষ। বাকি তিন ক্যাটেগরি মিলিয়ে মোট শূন্যপদ ৩০ হাজার। নন টেকনিক্যাল ক্যাটগেরি, প্যারামেডিক্যাল ক্যাটেগরি ও মিনিস্টেরিয়াল ও আইসোলেটেড ক্যাটেগরির সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস নম্বর: RRB/CEN 01/2019, 02/2019 ও 03/2019 এবং রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (আরআরসি)/ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস নম্বর: RRC-01/2019.

ক্যাটেগরি অনুসারে পদ:

নন-টেকনিক্যাল ক্যাটেগরির অন্তর্ভুক্ত পদগুলি হল জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেনস ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, গুডস গার্ড সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, স্টেশন মাস্টার প্রভৃতি।

প্যারামেডিকেল ক্যাটগেরির পদগুলি হল স্টাফ নার্স, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইনস্পেক্টর, ফার্মাসিস্ট, ইসিজি টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব সুপারিন্টেন্ডেন্ট।

মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটেগরির পদগুলি হল স্টেনোগ্রাফার, চিফ ল অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র ট্রানস্লেটর (হিন্দি)।

লেভেল ওয়ান (পূর্বতন গ্রুপ-ডি) ক্যাটেগরির পদগুলি হল ট্র্যাক মেন্টেনার গ্রেড ফোর, বিভিন্ন ধরনের হেল্পার/ অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান প্রভৃতি।

প্রার্থী বাছাই পদ্ধতি:

কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পূর্ব, দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব/উত্তর সীমান্ত রেলওয়ের পরীক্ষা বাংলাতেও দেওয়া যাবে।

আবেদনের ফি:

৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী, রূপান্তরকামী, সংখ্যালঘু ও আর্থির দিক থেকে পিছিয়ে পড়া ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা। পরীক্ষায় বসলে অসংরক্ষিত ও ওবিসি ক্যাটেগরির পুরুষ প্রার্থীদের ৪০০ টাকা এবং মহিলা ও অন্যান্য সংরক্ষিত শ্রেণির সব প্রার্থীদের ফি বাবদ জমা দেওয়া পুরো টাকাই ফেরত দেওয়া হবে। সবক্ষেত্রেই ব্যাঙ্ক চার্জ কেটে টাকা ফেরত দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি:

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। যে-কোনো একটি আরআরবি বা আরআরসির শূন্যপদের জন্য আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য এখনও জানানো হয়নি, জানানো হলে আমাদের ওয়েব পোর্টালেও বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

এনটিপিসির ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে ২৮ ফেব্রয়ারি সকাল ১০টা থেকে।

প্যারা মেডিকেল স্টাফের আবেদন করা যাবে ৪ মার্চ ২০১৯ থেকে।

মিনিস্টেরিয়াল ও আইসোলেটেড ক্যাটেগরির জন্য আবেদন করা যাবে ৮ মার্চ ২০১৯ থেকে।

লেভেল ১-এর ক্ষেত্রে আবেদন করা যাবে ১২ মার্চ ২০১৯ থেকে।

আরআরবির ওয়েবসাইটগুলি হল:

কলকাতা: www.rrbkolkata.gov.in

শিলিগুড়ি: www.rrbsiliguri.org

মালদা: www.rrbmalda.gov.in

আহমেদাবাদ: www.rrbahmedabad.gov.in

আজমের: www.rrbajmer.gov.in

এলাহাবাদ: www.rrbald.gov.in

বেঙ্গালুরু: www.rrbbnc.gov.in

ভোপাল: www.rrbbpl.nic.in

ভুবনেশ্বর: www.rrbbbs.gov.in

বিলাসপুর: www.rrbbilaspur.gov.in

চণ্ডীগড়: www.rrbcdg.gov.in

চেন্নাই: www.rrbchennai.gov.in

গোরক্ষপুর: www.rrbgkp.gov.in

গুয়াহাটি: www.rrbguwahati.gov.in

জম্মু ও কাশ্মীর: www.rrbjammu.nic.in

মুম্বই: www.rrbmumbai.gov.in

মুজাফফরপুর: www.rrbmuzaffarpur.gov.in

পাটনা: www.rrbpatna.gov.in

রাঁচি: www.rrbranchi.gov.in

সেকেন্দ্রাবাদ: www.rrbsecunderabad.nic.in

তিরুবনন্তপুরম: www.rrbthiruvananthapuram.gov.in

আরআরসি ওয়েবসাইটগুলি হল:

সেন্ট্রাল রেলওয়ে: www.rrccr.com

ইস্টার্ন রেলওয়ে: www.rrcer.com

ইস্ট সেন্ট্রাল রেলওয়ে: www.rrcecr.gov.in

ইস্ট কোস্ট রেলওয়ে: www.rrcecor.org

নর্দার্ন রেলওয়ে: www.rrcnr.org

নর্থ সেন্ট্রাল রেলওয়ে: www.rrcald.org

নর্থ ইস্টার্ন রেলওয়ে: www.ner.indianrailways.gov.in

নর্থইস্ট ফ্রন্টায়ার রেলওয়ে: www.nfr.indianrailways.gov.in

নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে: www.nwr.indianrailways.gov.in

সার্দার্ন রেলওয়ে: www.rrcmas.in

সাউথ সেন্ট্রাল রেলওয়ে: www.scr.indianrailways.gov.in

সাউথ ইস্টার্ন রেলওয়ে: www.ser.indianrailways.gov.in

সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে: www.secr.indianrailways.gov.in

সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে: www.rrchubil.in

ওয়েস্টার্ন রেলওয়ে: www.rrc-wr.com

ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে: www.wcr.indianrailways.gov.in