রেলে ১,০৩,৭৬০ গ্রুপ-ডি নিয়োগের প্রার্থিবাছাই পদ্ধতিতে সংশোধন

993
0

রেলে ১,০৩,৭৬০ জন পে-ব্যান্ড ওয়ানের কর্মী নিয়োগের (https://jibikadishari.co.in/?p=10303) প্রার্থিবাছাই পদ্ধতিতে কিছু সংশোধন করা হয়েছে।

২৯ মার্চ তারিখে আপলোড করা এই সংশোধনীতে বলা হয়েছে, কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষার ফলের ভিত্তিতে শারীরিক সক্ষমতা ও মাপজোকের পরীক্ষাতেও যাঁরা সফল হবেন তাঁদের মধ্যে থেকে মোট শূন্যপদের ১.০৫ গুণ অর্থাৎ ঘোষিত শূন্যপদের ৫% বেশি প্রার্থীকে ডাকা হবে প্রমাণপত্রাই যাচাই করার জন্য।

ইতিমধ্যে প্রকাশিত দুটি সংশোধনী (একটির খবর এই লিঙ্কে: https://jibikadishari.co.in/?p=10383) সহ অন্যান্য সব অপরিবর্তিত থাকবে।

আবেদনের শেষ তারিখও ১২ এপ্রিলই থাকবে। এই সংশোধনীটি দেখা যাবে এই লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/file/Corrigendum2%20(1).pdf