রেলে ১৪০৩৩ ইঞ্জিনিয়ার নিয়োগের আবেদন কার কী পরিস্থিতি জেনে নিন

688
0

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলির সম্মিলিত বিজ্ঞপ্তি (CEN) No.03/2018-র মাধ্যমে ১৪০৩৩ জন জুনিয়র ইঞ্জিনিয়ার (আইটি সহ), ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট ও কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য যাঁরা আবেদন করেছেন তাঁরা আবেদনের পরিস্থিতি অর্থাৎ তা গ্রাহ্য হয়েছে কিনা জেনে নিতে পারেন।

নিচের লিঙ্কে দেওয়া ওয়েবপেজে গিয়ে কলকাতা, মালদা, শিলিগুড়ি, রাঁচি, ভুবনেস্বর, গুয়াহাটি, পাটনা, মজফফরপুর, সেকেন্দ্রাবাদ ইত্যাদি যে রিক্রুটমেন্ট বোর্ডের অধীন শূন্যপদের জন্য আবেদন করেছেন সেই আরআরবির লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন আইডি, জন্মতারিখ ও এসবের নিচে দেওয়া সিকিউরিটি কোড টুকে লগইন করলেই দেখে নিতে পারবেন নিজের আবেদনের পরিস্থিতি।

এই ওয়েবপেজে পাবেন সব  সেই আরআরবির লিঙ্ক: https://seje4.rly-rect-appn.in/application_status