রেলে ১৪০৩৩ ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য গ্রুপ নির্বাচন

583
0
nfr railway apprentice 2022

রেলে ১৪০৩৩ ইঞ্জিনিয়ার নিয়োগের খবর (CEN.03/2018) আমাদের পোর্টালে বিশদে দেওয়া হয়েছে https://jibikadishari.co.in/?p=9249 লিঙ্কে। অনলাইন আবেদন করতে পারেন ৩১ জানুয়ারি পর্যন্ত, https://kolkata.rly-rect-appn.in/rrbje2019/  ওয়েবপেজে দেওয়া কলকাতা, শিলিগুড়ি, রাঁচি, পাটনা, গুয়াহাটি  ইত্যাদি ১৮টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মধ্যে থেকে নিজের পছন্দ করা বোর্ডের লিঙ্কে ক্লিক করে।

যাঁরা আবেদন করেছেন বা করছেন তাঁরা একাধিক এগজাম গ্রুপের যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন নিজের যোগ্যতা অনুযায়ী যে-কোনো একটি এগজাম গ্রুপের জন্য। তাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন সেই গ্রুপে নিজের নির্বাচন করা সব পদের জন্য। রেলের এই সংযোজনী বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/file/Notice%20N0.2%20-%2031-12-2018.pdf