রেলের অ্যাসিঃ লোকো পাইলট পদের অ্যাপ্টিটিউড টেস্ট কেন্দ্রের ঠিকানা ও ট্র্যাভেল পাস ডাউনলোড

819
0
Folafal Final Pic

রেলের বিজ্ঞপ্তি নং ০১/২০১৮ (অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট) অনুযায়ী নিয়োগের পরিবর্তিত মেধাতালিকা অনুযায়ী যাঁরা কম্পিউটার ভিত্তিক অ্যাপ্টিটিউড টেস্টের জন্য যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁরা অ্যাপ্টিটিউড টেস্টের কেন্দ্র সংক্রান্ত স্লিপ ও সেখানে যাবার জন্য ট্র্যাভেল পাস ডাউনলোড করে নিতে পারেন এবং পরিবর্তিত স্কোর ও পরিবর্তিত মেধাতালিকা অনুযায়ী অবস্থান জানতে পারবেন এই লিঙ্ক থেকে:

http://rrbalp.digialm.com/EForms/configuredHtml/1907/57281/login.html

নিজের ইউজার আইডি (রেজিস্ট্রেশন নং) ও পাসওয়ার্ড (জন্মতারিখ) দিয়ে লগইন করে এসব ডাউনলোড করতে পারবেন। প্রসঙ্গত, অ্যাপ্টিটিউড টেস্টের জন্য নির্বাচিত প্রার্থীদের পরিবর্তিত মেধাতালিকা, পরিবর্তিত  স্কোর কার্ড ইত্যাদি জানার জন্য লিঙ্ক আমরা গত ৩০ এপ্রিল জানিয়ে দিয়েছি (https://jibikadishari.co.in/?p=10842)।