রেলের অ্যাসিঃ লোকো পাইলট/টেকনিশিয়ান নিয়োগের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য কিছু জানতে চান?

1310
0
Railway Apprentice 2023

রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান নিয়োগের ১ম পর্যায়ের ফলাফল প্রকাশের পর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার তারিখ ও সিলেবাসও জানানো হয়েছে (https://jibikadishari.co.in/?p=8470)।

এই পরীক্ষা বিষয়ে কারও কোনো প্রশ্ন থাকলে সাহায্যের জন্য একটি লিঙ্কও দেওয়া হয়েছে।

নিজের রেজিস্ট্রেশন নম্বর, জন্মতারিখ লিখে ও তার নিচে দেওয়া কোড টুকে দিয়ে লগ-ইন করে প্রশ্নের উত্তর জানতে পারেন। এই লিঙ্কে: https://rrbalp.digialm.com//EForms/configuredHtml/1907/57443/login.html