রেলের অ্যাসিঃ লোকো পাইলট সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীদের মধ্যে কারা অসংরক্ষিত মেধাস্থান অর্জন করেছেন

697
0
RRB Technician Recruitment 2024

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তি নং CEN No.01/2018 অনুযায়ী বিভিন্ন বিভাগের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের সংরক্ষিত ক্যাটেগরির (তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি) সফল প্রার্থীদের মধ্যে যাঁরা মূল্যায়নের শিথিলতা ছাড়াই মেধাতালিকায় অসংরক্ষিত ক্যাটেগরির স্থান অর্জন করতে পেরেছেন তাঁদের পুনর্বিন্যস্ত অবস্থান প্রকাশ করা হয়েছে। কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ৮ জানুয়ারি আপলোড করা এই তালিকা দেখা যাবে এই লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/file/Change%20of%20Community%20%20ALP.pdf