রেলের অ্যাসিঃ লোকো পাইলট/টেকনিঃ পরীক্ষার ফল বাতিল, তারিখও বদলাল

808
0
recruitment-railway-picture

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলির বিজ্ঞপ্তি নং CEN 02/2018 অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার ও টেকনশিয়ান নিয়োগের প্রথম পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার যে ফল কিছুদিন আগে প্রকাশিত হয়েছে (সে খবরের জীবিকা দিশারীর লিঙ্ক: https://jibikadishari.co.in/?p=8470) তা আবার পর্যালোচনা করা হবে এবং তারপর আবার ফল প্রকাশ করা হবে। বদলানো হয়েছে দ্বিতীয় পর্বের পরীক্ষার তারিখও।

ওই ফল ও প্রশ্ন সহ আন্সার-কী প্রকাশের পর পরীক্ষার্থীদের একাংশ অভিযোগ করেন আন্সার-কীতে কিছু-কিছু ভুলা আছে বলে। সেইসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আবার সংশ্লিষ্ট প্রশ্নোত্তরগুলি নতুন করে পর্যালোচনার সিধান্ত নেওয়া হয়েছে এবং তার ভিত্তিতে পরে আবার ফল সহ আন্সার-কী প্রকাশ করা হবে।

অন্যদিকে, দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর শুরু হবে বলে জানানো হয়েছিল, কিন্তু এক্ষেত্রেও অনেকে জানিয়েছেন যে, ওই তারিখে আরও কিছু পরীক্ষার দিন ধার্য আছে। সেই পরিপ্রেক্ষিতে রেলের ওই দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার তারিখও বদলানো হয়েছে, পরীক্ষা শুরু হবে ১২-র বদলে ২৪ ডিসেম্বর থেকে।

আরআরবিগুলির ১২ নভেম্বরের এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে:

http://www.examprog.com/rail/rrb/file/Notice_%20representation%20on%20issues%202nd%20CBT_12.11.18%20V2.pdf