রেলের গ্রুপ-ডি প্রথম পর্যায়ের পরীক্ষা ১২-১৪ ডিসেম্বরেই

840
0
exam syllabus

রেলের গ্রুপ-ডি (CEN-02/2018) প্রথম পর্যায়ের পরীক্ষা ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত আছে তাঁদের পরীক্ষা পূর্বনির্ধারিত মতো ১২, ১৩ ও ১৪ ডিসেম্বরই হবে, তাঁদের কার কবে পরীক্ষা তা জানার জন্য ও অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আরবিগুলির ১২ নভেম্বরের ইস্যু করা ১৫ নভেম্বরের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই লিঙ্কে:

http://www.examprog.com/rail/rrb/file/Notice%20on%20CBT%20_%2015-11-18%20(4).pdf.

রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান নিয়োগের (CEN-01/2018) যে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা আগামী ১২-১৪ ডিসেম্বর হবার কথা ছিল তা  পিছিয়ে দেওয়া হয়েছে। আগের নির্ধারিত তারিখ ও ফলাফলের তালিকা ইতিমধ্যে বাতিল করা হয়েছে (বিজ্ঞপ্তির লিঙ্ক: http://www.examprog.com/rail/rrb/file/Notice_%20representation%20on%20issues%202nd%20CBT_12.11.18%20V2.pdf), সেবিষয়ে আমাদের পোর্টালের খবরের লিঙ্ক : https://jibikadishari.co.in/?p=8519