রেলের আবেদনের ফি ফেরৎ দেওয়া চলছে, না পেলে কী করবেন

1304
0
Current Affairs 16th October

রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট/টেকনিশিয়ান পদের জন্য CEN 01/2018 (ALP & Technician Posts) বিজ্ঞপ্তি অনুযায়ী যাঁরা প্রথম পর্যায়ের কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা দিয়েছেন তাঁদের আবেদনের ফি ফেরৎ পাঠানো শুরু হয়েছে। যাঁরা পরীক্ষায় বসবেন তাঁদের ফি ফেরৎ দেওয়া হবে, ব্যাঙ্কচার্জ বাদ দিয়ে (সাধারণ ও ওবিসিদের ক্ষেত্রে ব্যাঙ্কচার্জ বাদে ৪০০ টাকা, তপশিলি/ প্রতিবন্ধী/ মহিলা/ রূপান্তরকামীদের ক্ষেত্রে ব্যাঙ্কচার্জ বাদে ২৫০ টাকা)। ফেরতের এই পুরো তথ্য জানানো হয়েছিল রেলের এই লিঙ্কে: http://www.rrbkolkata.gov.in/download/Corrigendum%20CEN%2001-2018.pdf

দেখা গেছে কারও-কারও টাকা ফেরৎ দেওয়া যায়নি প্রার্থীর তরফে ব্যাঙ্ক সংক্রান্ত তথ্যাদিতে কিছু ভুল করার কারণে। যেমন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরে ভুল, অথবা অ্যাকাউন্ট নম্বরের বদলে কাস্টমার আইডি লেখা, ব্যাঙ্ক ব্রাঞ্চের ভুল আইএফএসসি কোড লেখা ইত্যাদি।

এরকম কোনো কারণে যাঁদের ফি ফেরৎ দেওয়া যায়নি তাঁদের ভুল সংশোধনের জন্য এসএমএস করে জানানো হবে ১৭ ডিসেম্বর। তারপর আরআরবিগুলির ওয়েবসাইটে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেক্টিফিকেশন লিঙ্ক দেওয়া হবে ১৮ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত। সেসময় কোনো ভুল যেন না  হয় সেব্যাপারে খেয়াল রাখতে হবে, কারণ তারপরে আর কোনো সুযোগ দেওয়া হবে না। এসংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে:  http://www.examprog.com/rail/rrb/index.php