রেলের গ্রুপ-ডি পরীক্ষার ফি ফেরতের জন্য ব্যাঙ্কের তথ্য সংশোধনের তারিখ বাড়ল

735
0
RRB Technician Recruitment 2024

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলির বিজ্ঞপ্তি নং CEN 02/2018 অনুযায়ী আবেদন করে কম্পিউটারভিত্তিক পরীক্ষায় বসেছেন তার মধ্যে যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যাবলি যথাযথ ছিল তাঁদের আবেদনের ফি ফেরৎ দেওয়ার কাজ শেষ হয়েছে, যাঁদের তথ্যাবলিতে ভুল ছিল বলে টাকা ফেরৎ দেওয়া সম্ভব হচ্ছিল না তাঁদের তথ্যসমূহ সংক্রান্ত ত্রুটি সংশোধন করে ফি ফেরৎ পাবার সুযোগ দেওয়া হয়েছে ২২ থেকে ২৮ মার্চ পর্যন্ত (https://jibikadishari.co.in/?p=10385)। তা সত্ত্বেও যাঁরা সেই সুযোগ নেননি বলে ওই টাকা ফেরৎ দেওয়া যাচ্ছে না তাঁদের আরেকবার শেষ সুযোগ দেওয়া হচ্ছে ১০ এপ্রিল পর্যন্ত। এরমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যগত ভুল যেমন অ্যাকাউন্ট নম্বরে বা ব্যাঙ্কের আইএফএসসি নম্বরে বা আর কিছুতে ভুল থাকলে তা শুধরে না নিলে আর এরপরে আর সুযোগ দেওয়া যাবে না, টাকাও ফেরৎ পাওয়া সম্ভব হবে না। আরআরবিগুলির ৪ এপ্রিলের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/file/Notice%20on%20Refund%20of%20Examination%20Fee_CEN%2002-18_Extension%20_1_.pdf