রেলের জুনিঃ হিন্দি ট্র্যানস্লেটর পরীক্ষার সিলেবাস

1082
0
PSC, PSC Audit & Account Service Exam

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তি নম্বর ৩/২০১৯ অনুযায়ী জুনিয়র ট্র্যানস্লেটর/হিন্দি পরীক্ষার সিলেবাস জানানো হয়েছে। দুটি ভাগ। (১) সাধারণ ভাগে ৫০টি প্রশ্ন হবে, সেই প্রশ্নগুলির অনুবাদ পাওয়া যাবে বোর্ডের নির্দেশিত ভাষাগুলিতে। (২) ভাষা ভাগে থাকবে মোট ৫০টি প্রশ্ন, তার মধ্যে ৩০টি হিন্দি ভাষা (সমানার্থ শব্দ, পর্যায়বাচী শব্দ, বিলোম শব্দ, প্রত্যয়, উপসর্গ, সন্ধিবিচ্ছেদ, বাক্‌রীতি-বাগ্ধারা, তৎসম-তদ্ভব, এককথায় প্রকাশ— এই ১০ বিষয়ে প্রতিটিতে ৩টি করে প্রশ্ন) ও ২০টি ইংরেজি ভাষা সংক্রান্ত (সমার্থক-বিপরীতার্থক শব্দ, হিন্দিতে অনুবাদ, উপসর্গ-অনুসর্গ (সাফিক্স-প্রিফিক্স), বাক্‌রীতি-বাগ্ধারা (ফ্রেজ-ইডিয়ম), অভিধানের নিয়মে কিছু শব্দের যথাযথ বিন্যাস (অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন প্রপার সিকোয়েন্স), সর্বনাম/ক্রিয়া/কাল (প্রোনাউন/ভার্ব/টেন্স), আর্টিকল/প্রিপোজিশন/কনজাংশন, অ্যাডজেক্টিভ/অ্যাডভার্ব, কোয়েশ্চেন ট্যাগ, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস— এই ১০ বিষয়ের প্রতিটিতে ২টি করে) প্রশ্ন। যে ভাষার প্রশ্ন, শুধু সেই ভাষাতেই প্রশ্ন লেখা থাকবে। সিলেবাস দেখা যাবে ৬ জুনের বিজ্ঞপ্তির এই লিঙ্কে:

http://www.examprog.com/rail/rrb/file/Syllabus%20Jr.Translator_Hindi.pdf