রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের প্রথম ধাপের পরীক্ষার ফলপ্রকাশ

1162
0
IBPS, IBPS Result

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বিজ্ঞপ্তি নম্বর CEN 03/2018 অনুযায়ী জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার (ইনফরমেশন টেকনোলজি), ডিএমএস, সিএমএ পদের প্রথম ধাপের পরীক্ষার ফল বেরিয়েছে। দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের কম্বাইন্ড রোল নম্বরের তালিকা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। মোট ২৩,৭৭০ জন সফল প্রার্থীর রোল নম্বরের তালিকা দেওয়া হয়েছে। প্রার্থীরা নিজেদের রেজিস্ট্রেশন নম্বর ও ডেট অব বার্থ দিয়ে ফলাফল চেক করে নিতে পারবেন।

দ্বিতীয় ধাপের পরীক্ষা তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত। দ্বিতীয় ধাপের কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে মোট ১৫০ নম্বরের, সময় ২ ঘন্টা। প্রতি ৩টি ভুলের জন্য ১ নম্বর হারে নেগেটিভ মার্কিং থাকবে। প্রার্থীরা পরীক্ষার চারদিন আগে কল লেটার ডাউনলোড করে নিতে পারবেন।

সংশ্লিষ্ট পদগুলির প্রথম ধাপের পরীক্ষার কাট-অফ মার্ক্স-এর বিভাজন তালিকাও ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে।

ফলাফল জানার লিঙ্ক: https://kolkata.rrbonlinereg.in/score_card_stage1.html

কাট-অফ মার্ক্স দেখার লিঙ্ক: http://www.examprog.com/rail/rrb/file/CBT%201_cutoff.pdf

 

 

 

 

 

Rail, Railway Exam, RRB Kolkata, RRB Junior Engineer