রেলের পরীক্ষা দিতে পারবেন বাংলা সহ আঞ্চলিক ভাষায়

1017
0
upsc forest service notification 2023

রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান নিয়োগের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (বিজ্ঞপ্তি নম্বর CEN 01/2018) বাংলা সহ নির্ধারিত ১৫টি ভাষার মধ্যে যে-কোনো একটি ভাষায় দিতে পারবেন, অনলাইন আবেদনের সময় যে-ভাষাই পছন্দ করে থাকুন না কেন, পরীক্ষা দিতে পারবেন ওই ১৫টি ভাষার মধ্যে যে-কোনোটিতে। রেলয়ে রিক্রুটমেন্ট বোর্ড সমূহের চেয়ারপার্সনরা.৩ আগস্ট ২০১৮ তারিখের এক সম্মিলিত বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।

বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/file/Notice%20on%20Exam%20Language.pdf

প্রসঙ্গত, এই গ্রুপ-সির শূন্যপদ ২৬,৫০২ থেকে বেড়ে দ্বিগুণেরও বেশি হয়ে দাঁড়িয়েছে প্রায় ৬০,০০০। সে খবর আমাদের পোর্টালে (https://jibikadishari.co.in/?p=6906) দেওয়া হয়েছে।