রেলের পরীক্ষায় ১০০-র বেশি নম্বর কেন? দেখে নিন কারণ

927
0
RAIL, Rail Group D, Rail group D recruitment

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে একাধিক পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা ওয়েবসাইট থেকে তাঁদের “নর্মালাইজড মার্ক্স” এবং পরবর্তী  ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট-এর জন্য মেরিট লিস্ট দেখে নিতে পারছেন। কিন্তু এখানে কিছু সংশয় তৈরি হয়েছে। পরীক্ষার্থীরা তাঁদের প্রাপ্ত নম্বর চেক করতে গিয়ে বা মেরিট লিস্ট দেখতে গিয়ে লক্ষ করছেন, অনেক প্রার্থীর নম্বর ১০০-র থেকে বেশি রয়েছে। কী করে একজন পরীক্ষার্থীর নম্বর ১০০-র থেকে বেশি হতে পারে? এখানে অনেকে পরীক্ষার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলা শুরু করে দিয়েছেন।

তবে রেল থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, রেলের এই নম্বরীকরণের ভেতরে কোনো বহিরাগত প্রভাব বা অসচ্ছতা নেই। রেলের নম্বর দেওয়ার বিষয়টি সম্পূর্ণ স্ট্যাটিস্টিকাল প্যারামিটার ক্যালকুলেশন।

দেখে নেওয়া যাক বিষয়টি কী

প্রার্থীরা যে প্রাপ্ত মার্ক্সটি দেখতে পাচ্ছেন সেটা তাঁদের “নর্মালাইজেশন মার্কস” । রেলের এই পরীক্ষার পরীক্ষার্থী ছিল সারাদেশে সর্বাধিক।  ফলত রেলকে একাধিক সেশনে পরীক্ষা নিতে হয়েছে। রেলের এই নির্দিষ্ট পরীক্ষার পরীক্ষার্থী ছিল ১.৮৯ কোটি এবং রেল এই পরীক্ষাটি নিয়েছে মোট ১৫৩ টি সেশনে। স্বাভাবিকভাবেই, এতগুলি সেশনে পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্নপত্রের দিকে বিশেষ খেয়াল রাখতে হয়, একই সিলেবাসের ওপর একাধিক সেশন একাধিক প্রশ্ন তৈরি করতে গিয়ে কঠিন ও সহজের তারতম্য ঘটে।  তাই কোনো পরীক্ষার্থী একই সিলেবাসে একটি সেশন কঠিন প্রশ্নে উত্তর করেছেন, আবার অন্য প্রার্থী আলাদা সেশনে তুলনামূলক সহজ প্রশ্নে উত্তর করেছেন। এক্ষেত্রে তাঁদের উভয়ের নম্বর পাওয়ার বিষয়ের ক্ষেত্রে ভারসাম্য আনার জন্য রেল একটি সূত্র ব্যবহার করেছে “নরমাইলাইজড মার্ক্স ” দেওয়ার জন্য।

সেটি হল – আপনার প্রাপ্ত নম্বর Normalized marks (Xn) =(S2 / S1) (X – Xav) + Yav

এখানে – S2   হল – Standard Deviation of raw Marks of Base Session

Sহল –  Standard Deviation of raw Marks Candidate Session

X  হল –  Raw Marks of Candidate

Xav  হল – Average of Raw marks of Candidate Session

Yav  হল – Average of Raw Marks of Base Session

 

Raw marks কীভাবে আসছে ?

মোট প্রশ্ন ১০০, উপেক্ষাকৃত প্রশ্ন (Ignored Question অর্থাৎ ভুল প্রশ্ন বা একাধিক উত্তর ঠিক) ২ টি,

তার মানে পরীক্ষার প্রশ্নের মান ৯৮।

এবার ধরুন, আপনি প্রশ্ন অ্যাটেম্প্ট করেছেন ৬০, সঠিক উত্তর দিয়েছেন ৫৪, ভুল উত্তর দিয়েছেন ৬

আপনার পজিটিভ মার্ক্স – ৫৪, নেগেটিভ মার্কস ২, নেট নম্বর ৫৪-২ = ৫২

আপনার  Raw Score – ৫২/৯৮x১০০ = ৫৩.০৬

Base Session কীভাবে ধরা হয় ?

সমস্ত সেশনের মধ্যে ৭০% বা তার বেশি যে সেশনগুলিতে পরীক্ষার্থী হাজির ছিল, তার মধ্যে যে সেশনটি Raw Score-এর মান সৰ্বাধিক।

Normalized marks তৈরির একটি উদাহরণ –

ধরুন আপনি একটি সেশনে পরীক্ষা দিয়েছেন যেটির –

S2 – 18.32, S1 – 12.68, Xav – 21.31, Yav – 38.32 একটি Raw Marks – 75

তাহলে সূত্র অনুযায়ী –

(S2 / S1) (X – Xav) + Yav = (18.32/12.68) (75-21.31) + 38.32

= 115.89

 

 

 

RAIL, Rail Group D, Rail group D recruitment