লিগাল মেট্রোলজি অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার নিয়োগ পরীক্ষার সিলেবাস

679
0
PSC, PSC Audit & Account Service Exam

পশ্চিমবঙ্গ রাজ্য উপভোক্তা সংক্রান্ত দপ্তরের লিগাল মেট্রোলজি ডিরেক্টরেটে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অব লিগাল মেট্রোলজি নিয়োগের জন্য রাজ্য পিএসসির পরীক্ষার সিলেবাস ঘোষণা করা হয়েছে। ১০০ নম্বরের দেড়ঘণ্টার পরীক্ষা। প্রশ্ন থাকবে এইসব বিষয়ে: (১) উচ্চমাধ্যমিক মানের জেনারেল ফিজিক্স (৫০ প্রশ্ন, ৫০ নম্বর, প্রতি প্রশ্নে ১ নম্বর), (২) জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স (৪০ প্রশ্ন, ৪০ নম্বর), (৩) মাধ্যমিক মানের জেনারেল ইংলিশ (১০ নম্বর, ১০ নম্বর, গ্রামার অংশের থেকে)।

এই সিলেবাস দেখা যাবে এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2712966