শিপ রিপেয়ার ইয়ার্ডে ১৫০ অ্যাপ্রেন্টিস

1083
0
Apprentice Recruitment

ন্যাভাল শিপ রিপেয়ার ইয়ার্ড, কারওয়ারে বিভিন্ন ট্রেডে ১৫০ জন অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনি নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী।

শূন্যপদ: ক্রমিক সংখ্যা এ: মেশিনিস্ট: শূন্যপদ ৪। ক্রমিক সংখ্যা বি: পাইপ ফিটার: ৬। ক্রমিক সংখ্যা সি: মেকানিক ডিজেল: ১০। ক্রমিক সংখ্যা ডি: ফিটার: ২০। ক্রমিক সংখ্যা ই: মেকানিক রেফ্রিজারেটর অ্যান্ড এসি: ৬। ক্রমিক সংখ্যা এফ: ইলেক্ট্রনিক্স মেকানিক: ১২। ক্রমিক সংখ্যা জি: ইলেক্ট্রিশিয়ান: ১২। ক্রমিক সংখ্যা এইচ: ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ৬। ক্রমিক সংখ্যা জে: পেইন্টার (জেনারেল): ৪। ক্রমিক সংখ্যা কে: কার্পেন্টার: ৮। ক্রমিক সংখ্যা এল: স্টিল মেটাল ওয়ার্কার: ৬। ক্রমিক সংখ্যা এম: ইনস্ট্রুমেন্ট মেকানিক: ৪। ক্রমিক সংখ্যা এন: মেরিন ইঞ্জিন ফিটার: ১০। ক্রমিক সংখ্যা পি: ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্স: ৪। ক্রমিক সংখ্যা কিউ: অ্যাডভ্যান্স ওয়েল্ডার: ৪। ক্রমিক সংখ্যা আর: মেকানিক (ডোমেসটিক, কমার্শিয়াল রেফ্রিজেরেটর অ্যান্ড এসি মেশিন): ৪। ক্রমিক সংখ্যা এস: মেকানিক পাওয়ার ইলেক্ট্রনিক্স (ইনভারটার্স, ইউপিএস অ্যান্ড ড্রাইভস মেন্টেন্যান্স): ৪। ক্রমিক সংখ্যা টি: মেকানিক ইলেক্ট্রিক্যাল পাওয়ার ড্রাইভস: ৪। ক্রমিক সংখ্যা ইউ: কম্পিউটার অ্যান্ড পেরিফেরালস হার্ডওয়্যার রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স মেকানিক: ২। ক্রমিক সংখ্যা ভি: কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান: ২। ক্রমিক সংখ্যা ডব্লু: মেকানিক মেরিন ডিজেল: ৬। ক্রমিক সংখ্যা এক্স: শিপরাইট স্টিল: ৬। ক্রমিক সংখ্যা ওয়াই: রিগার: ৬।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: মেকানিক মেরিন ডিজেল, শিপরাইট স্টিল ও রিগার পদের ক্ষেত্রে ট্রেনিংয়ের সময়সীমা দু বছর। বাকি ট্রেডগুলির ক্ষেত্রে ট্রেনিংয়ের সময়সীমা এক বছর। সবক্ষেত্রেই সরকারি নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

বয়সসীমা: ১ এপ্রিল ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৪-২১ বছরের মধ্যে (জন্মতারিখ ১ এপ্রিল ১৯৯৮ থেকে ৩১ মার্চ ২০০৫-এর মধ্যে)। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ ম্যাট্রিকুলেশন এবং ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর সহ এনসিভিটি/ এসসিভিটি থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই। শুধুমাত্র রিগারের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ (ফিটার ট্রেডে আইটিআই বাঞ্ছনীয়)।

প্রার্থী বাছাই পদ্ধতি: টেস্ট/ ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। টেস্ট/ ইন্টারভিউ হবে জানুয়ারি/ ফেব্রুয়ারি ২০১৯-এ।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_103_1819b.pdf লিঙ্কে গিয়ে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে পারবেন। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের স্ব-প্রত্যয়িত ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে। পূরণ করা আবেদনপত্র, আধার কার্ড এবং প্যান কার্ডের কপি ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স স্পিড/ রেজিস্টার্ড পোস্টে ৪ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে পৌঁছতে হবে ‘The Officer-in-Charge, Dockyard Apprentice School, Naval Ship Repair Yard, Naval Base, Karwar, Karnataka-581308’ ঠিকানায়। কোনো জিজ্ঞাসা থাকলে যে-কোনো কাজের দিন দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত ০৮৩৮২-২৩৩৬৯৪ নম্বরে ফোন করতে পারেন।